বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন




বিএনপির আন্দোলন যেন সহিংসতায় রূপ না নেয়: বাণিজ্যমন্ত্রী

বিএনপির আন্দোলন যেন সহিংসতায় রূপ না নেয়: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার :
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আন্দোলন যেকোনো দলের গণতান্ত্রিক অধিকার। তবে বিএনপি যে আন্দোলন করছে তা যেন সহিংসতায় রূপ না নেয়।

বৃহস্পতিবার (০৪ আগস্ট) সকালে রংপুরের সেন্ট্রাল রোডের নিজ বাসভবন ‘ইসমাত’ ভবনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতকে তারা তামাশা হিসেবে দেখেছেন, কিন্তু বিষয়টি সন্তোষজনক ছিল। সেক্ষেত্রে বিএনপি ধন্যবাদ দিয়ে বলতে পারত তাদের এখন চা খাওয়ার সময় নেই। তারা আছেন রাজপথে।

তিনি বলেন, নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে সরকার এক কোটি মানুষকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্য সামগ্রী সহায়তা করছে। এই কার্ডে কোনো অসঙ্গতি থাকলে তা খতিয়ে দেখা হবে।

শহর থেকে গ্রামগঞ্জে তেল, চিনি, ডালের দাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, পৃথিবীজুড়ে জিনিসপত্রের দাম বেড়েছে। প্রধানমন্ত্রীর আহ্বান ছিল সবাইকে সাশ্রয়ী হওয়ার। অচিরেই এই সমস্যা কেটে যাবে।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com