শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:১১ অপরাহ্ন




আবারও বিপদসীমার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

আবারও বিপদসীমার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

নীলফামারী প্রতিনিধি :
টানা ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ কারণে তিস্তার কমান্ড এলাকার চর ও নিম্নাঞ্চলে বসবাসকারীদের বাড়িতে পানি ঢুকে পড়েছে।

বুধবার রাত ৯টায় বিপদসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। এর আগে একই দিন বিকেল ৩টায় এ পয়েন্টে বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

জানা গেছে, তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই, পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশাচাঁপানী ও ঝুনাগাছ চাঁপানী ও জলঢাকা উপজেলা গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, কৈইমারী, শৌলমারী ইউনিয়নের তিস্তা নদীর চর গ্রামগুলোতে পানি ঢুকতে শুরু করেছে।

এদিকে গত ২১ জুন বিকেল ৩টায় ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর পানি ফের কমতে থাকে। তবে এক সপ্তাহ তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে থাকে এবং প্লাবিত এলাকা থেকে পানি নেমে যায়।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা জানান, বুধবার (২৯ জুন) বিকেল ৩টায় বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com