বুধবার, ১০ অগাস্ট ২০২২, ১১:৫৮ পূর্বাহ্ন
ডোমার (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডোমারে উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তার কার্যালয়ে গাভী পালন, ব্যবস্থাপনা এবং পুষ্টি তথ্য বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৭ জুন সকাল ১০ টায় জয়েন্ট এ্যাকশন নিউট্রিশন আউটকাম (জানো)প্রকল্পের সহযোগিতায় উপজেলার ১০ টি ইউনিয়নের বেসরকারি প্রাণীসম্পদ সেবা প্রদানকারী ব্যক্তিগনকে গাভী পালন ব্যবস্থাপনা এবং পুষ্টি তথ্য বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মোজাম্মল হক, কেয়ার বাংলাদেশের জানো প্রকল্পের(টিওএনএসএ) নীহার কুমার প্রামানিক,
এসময় অন্যান্নদের মাঝে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার মোঃ শরিফ আহম্মেদ শাহ্, ফিল্ড অফিসার আফরোজা আক্তার, কমিউনিটি ভলান্টিয়ার পলাশ বেগম।
উল্লেখ্য যে, জয়েন্ট এ্যাকশন নিউট্টিশন আউটকাম(জানো)প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অষ্ট্রিয়ান ডেভেলপমেন্ট কর্পোরেশন এর সহায়তায় কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ডোমার সহ রংপুর ও নীলফামারী জেলার ৭টি উপজেলায় একযোগে সরকারের পুষ্টি কার্যক্রম উন্নয়ন কাজে সহায়তা করে আসছে।
প্রশিক্ষণে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, জানো প্রকল্প এ প্রশিক্ষণ আয়োজন করায় আমি তাদেরকে ধন্যবাদ জানাই, এই প্রশিক্ষণের মাধ্যমে উপজেলার প্রানীসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।