শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন




বীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (২৩জুন) সকাল ১০ টায় বীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহেনা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন ক্রীড়া প্রেমি মানুষ ছিলেন। ক্রীড়া ক্ষেত্রে বঙ্গবন্ধুর অবদান ছিল অপরিসীম। আর বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা ও উৎসাহ জুগিয়েছেন তার সহধর্মীনি পরম ধর্য্যশীল ও প্রজ্ঞাবান মহিয়শি নারী বেগম ফজিলাতুনেছা মুজিব। বর্তমানে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্রীড়া ক্ষেত্রে আমরা ইতিমধ্যে ব্যাপক সফলতা অর্জন করছি। বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নামে ফুটবল টুর্নামেন্টের নামকরণে ব্যাপক তাৎপর্য রয়েছে। যা আগামী প্রজন্মের খেলোয়াড়দের উপলব্ধি করতে হবে। তাই বঙ্গবন্ধুর আদর্শে, মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুস্থসুন্দর, মাদকমুক্ত খেলোয়াড় তৈরি করাই এই টুর্নামেন্টের মুখ্য উদ্দেশ্য। এসময় উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, বিভিন্ন ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসার, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় বালক দল ৮নং ভোগনগর ইউনিয়নকে ০-২ গোলে হারিয়ে ৬নং নিজপাড়া ইউনিয়ন জয়লাভ করেন। অন্যদিকে বালিকা দল ১নং শিবরামপুর ইউনিয়নকে ০-১ গোলে হারিয়ে ৩নং শতগ্রাম ইউনিয়ন জয়লাভ করেন।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com