শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন




ডিমলায় দুগ্ধ শীতলীকরন কেন্দ্রের উদ্বোধন

ডিমলায় দুগ্ধ শীতলীকরন কেন্দ্রের উদ্বোধন

আশিক উল ইসলাম লেমন, ডিমলা(নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলায় বৃহস্পতিবার দুপুরে রমিছা ডেআরী র্ফাম ডাঙ্গারহাট বালাপাড়া এর আয়োজনে দুগ্ধ শীতলীকরন কেন্দ্রের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার দুগ্ধ খামারীদের দির্ঘদিনের দাবী পূরন করে খামারীদের দুধের ন্যায্যমুল্য নিশ্চিত করার লক্ষে দুগ্ধ শীতলীকরন কেন্দের উদ্বোধন করেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, ডিমলা থানার ওসি লাইছুর রহমান, কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, পল্লীশ্রী নির্বাহী পরিচালক শামিম আরা বেগম, অক্রফাম ইন বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর আশিষ অশোক ডামলে, অক্রফাম অষ্ট্রেলিয়া কনটার্ক ম্যানেজার এবং ডেভলপমেন্ট আবিদা হানিফ, অক্রফাম অষ্ট্রেলিয়া হিউম্যানিট্রিয়ান এন্ড ডেভলপমেন্ট জুলিয়ান ফ্রানসিস, নীলফামারী জেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোনাক্কা আলী, আরডিআরএস বাংলাদেশ এর ডিরেক্টর ডেভলপমেন্ট প্রোগ্রাম আব্দুর রহমান, অক্রফাম ইন বাংলাদেশ এর রুর‌্যাল ম্যানেজার কাজি রাবেয়া এমি, অক্রফাম ইন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার মোঃ মোস্তফা আলী, ডিমলা পল্লীশ্রী রি-কল প্রকল্পের ডিমলা উপজেলা সম্বনয়কারী পুরান চন্দ্র বর্মন, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন,বালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com