শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক :
বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জারা হক নামে এক পর্যটক তরুণীর মৃত্যু হয়েছে। তিনি দুই ছেলে বন্ধুর সঙ্গে ট্যুরে গিয়ে অতিরিক্ত মদপান করেছিলেন বলে জানা গেছে।
বুধবার দুপুরে শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন ঐ তরুণী। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জারা হক রাজধানীর গুলশান থানার সাঈদনগর এলাকার মো. আলমের মেয়ে।
হাসপাতাল সূত্র জানায়, দুই ছেলে বন্ধু নিহাল ও প্রান্তসহ সোমবার ঢাকা থেকে বান্দরবান ভ্রমণে যান জারা হক। তারা বান্দরবানের গ্রিন পিক রিসোর্টে অবস্থান নেন। ঐ দিন তিন বন্ধুই ঢাকা থেকে নিয়ে আসা বিদেশি মদ পান করেন। অতিরিক্ত মদপান করায় জারা হকের শ্বাসকষ্ট বেড়ে যায়। তার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার সকালে সদরের হিলভিউ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানকার চিকিৎসক তাকে বান্দরবান সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে জারাকে সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বান্দরবানের সিভিল সার্জন ডা. নীহারঞ্জন নন্দী জানান, ঐ তরুণী শ্বাসকষ্টে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে- অতিরিক্ত মদপান করায় শ্বাসকষ্ট বেড়ে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ওসি (তদন্ত) মির্জা জহির উদ্দিন জাগো নিউজকে জানান, বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জারা হক নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। তার দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।