বুধবার, ১০ অগাস্ট ২০২২, ১১:৩৩ পূর্বাহ্ন
পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের বোদায় বজ্রপাতে আলেমা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী আবু সায়েদ গুরুতর আহত হন।
বৃহস্পতিবার দুপুরে ঐ উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের সীমান্তঘেঁষা পূর্ব সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশে বাদাম শুকাতে দিয়েছিলেন আবু সায়েদ ও আলেমা খাতুন দম্পতি। দুপুরে হঠাৎ করে আকাশে মেঘ জমে। বৃষ্টির আশঙ্কায় তারা বাদাম ঢেকে দিতে পলিথিন নিয়ে যান। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে স্ত্রী আলেমা খাতুন ঘটনাস্থলেই মারা যান। স্বামী আবু সায়েদ অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন আবু সায়েদকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠান।
বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।