শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:২১ অপরাহ্ন




বর্ষার শুরুতেই নদী ভাঙনের কবলে পড়েছে রত্ননাই নদীর তীরবর্তী বানভাসি মানুষ

বর্ষার শুরুতেই নদী ভাঙনের কবলে পড়েছে রত্ননাই নদীর তীরবর্তী বানভাসি মানুষ

কাওছার মাহামুদ, লালমনিরহাট :
বর্ষার শুরুতেই নদী ভাঙনের কবলে পড়েছে রত্ননাই নদীর তীরের বানভাসি মানুষ। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন লালমনিরহাট সদর উপজজেলার কুলাঘাট ইউনিয়নের মেদুর কুটি গ্রামের শত শত পরিবার।
নদী ভাঙন রোধে ও স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন কেরেছে কুলাহাট ইউনিয়নের মিদুর কুটি বানভাসি মানুষ।
রবিবার (২৯ মে) রত্ননাই নদীর তীরে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শত শত বানভাসি পরিবার অংশগ্রহণ করেন। এসময় তারা ভাঙন রোধে কর্তিপক্ষেকে উদ্দেশ্য করে বলেন ভাঙনরোধে উদাসীন পাউবি। ভাঙন ঝুঁকিতে মসজিদ, গাছপালা বসত বাড়ি ইতিমধ্যেই নদীর গর্ভে বিলীন হয়ে গেছে প্রায় আট দশ টি বাড়ি। জেলার সদরের কুলাঘাট ইউনিয়নের মধ্যদিয়ে দিয়ে বয়ে গেছে রত্ননাই নদী।
বর্ষা মৌসুম এলেই ভাঙন আতঙ্কে থাকেন এখানকার নদীপাড়ের মানুষ। এরই মধ্যে অনেকে ঘর-বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন অন্য স্থানে। তবে প্রতিনিয়তই নির্ঘুম দিন কাটাচ্ছেন প্রায় শতাধিক পরিবার। প্রতিবছরের ভাঙনে এখন প্রায় সর্বশান্ত তারা। তারা আরো বলেন
করেন, ভাঙনরোধে কর্তৃপক্ষের উদাসীনতার কারণে আমাদের এ এলাকার বর্ষা মৌসুম আসলেই আমরা আতঙ্কিত থাকি আমরা এখানে স্থায়ী সমাধান চাই, আমরা নদী খনন চাই
নদী ভাঙ্গনের শিকার বাবুল মিয়া বলেন আমার বাড়িসহ আরো ৩ টি বাড়ি সরিয়ে ফেলেছি অন্যত্রে যেকোনো সময় আমাদের ঘর ভেঙ্গে যাবে এবং ভাঙ্গনের আশঙ্কায় আছে প্রায় একশতাধিক বাড়ি ঘর।
খবর শুনে ভাঙন কবলিত স্থান পরিদর্শন শেষে
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলছে, ভাঙন রোধে স্থায়ী প্রকল্পের প্রস্তাবনা মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com