শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন




পীরগাছায় জনশুমারি ও গৃহগণনা বিষয়ে জরিপ কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পীরগাছায় জনশুমারি ও গৃহগণনা বিষয়ে জরিপ কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি :
রংপুরের পীরগাছায় আগামী ১৫-২১ জুন জনশুমারী ও গৃহগণনা বিষয়ে উপজেলা শুমারি/জরিপ কমিটির অবহিতকরণ সভা গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুছা নাসের চৌধুরী। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এসএম শাহনেওয়াজ শুভ এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম, মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান, শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা এনামুল হক, পীরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম প্রমুখ। সভায় সারা দেশের ন্যায় পীরগাছা উপজেলার ৯টি ইউনিয়নে ১৩৬ জন সুপারভাইজার এর মাধ্যমে ৭৯৮ জন গণনাকারী প্রত্যক বাড়ি বাড়ি গিয়ে করবেন বলে জানানো হয়। এসময় বিভিন্ন দপ্তরের প্রধান, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com