মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০৩:৩৪ অপরাহ্ন
পীরগাছা (রংপুর) প্রতিনিধি :
রংপুরে দারিদ্র্য বিমোচন ও অসমতা হ্রাসে “ইইপি” মডেল শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ এর আয়োজনে আরডিআরএস রংপুর এর কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইসলামিক রিলিফ বাংলাদেশের রাজারহাট শাখার প্রজেক্ট অফিসার আব্দুল হাই আরিফ এর উপস্থাপনায়, প্রজেক্ট ম্যানেজার মোঃ মনির হোসেন এর সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার এনামুল হক সরকার।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রংপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রংপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রহমান মিন্টু, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর পীরগাছা উপজেলা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় রংপুরের ৩০টির অধিক বেসরকারী এনজিও সংস্থার পরিচালকগণ এবং আন্তর্জাতিক এনজিও সংস্থার দ্বায়িত্বপ্রাপ্ত আরও অনেকেই উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সভায় “অতি দারিদ্র্য দূরীকরণ” অর্থাৎ ইইপি মডেল উন্মোচন করা হয় এবং কিভাবে মডেলটি কাজে লাগিয়ে অন্যান্য সংস্থাও সমাজ থেকে দারিদ্র্যতা দূরীকরণে ভুমিকা রাখতে পারে সে বিষয়ে বিস্তর তথ্য নির্ভর আলোচনা হয়।