মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০৩:৪৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক :
রাজধানীতে এক শারীরিক ও বাকপ্রতিবন্ধী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মারুফ ইসলাম (২০), বিল্লাল মিয়া (১৯) ও রাকিব (১৮)।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান জানান, মারুফ ও বিল্লাল ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে রিকশায় করে ভুক্তভোগী কিশোরীকে দক্ষিণখানের সোনারখোলা এলাকার পিংক সিটি এলাকায় নিয়ে যায়। পরে সেখানে তারা ফোন করে রাকিবকে ডেকে আনে।
এসময় একজন পথচারীর বিষয়টি দেখে সন্দেহ হলে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করলে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে এবং তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত তিনজনই পেশায় রিকশাচালক বলে জানিয়েছে পুলিশ। তবে ভুক্তভোগী বাকপ্রতিবন্ধী হওয়ায় এখনও তার পরিবারের খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।