মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০২:৪৯ অপরাহ্ন
শামীম রেজা ডাফরুল,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে সরকারি ভুর্তকি মূল্যে কৃষকদের মাঝে ধান কাটা ও মাড়াইয়ের যন্ত্র হারভেস্টার মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান।
বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার সৈয়দ রেজা মাহমুদ, থানার ওসি (তদন্ত) মোস্তাফিজ দেওয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারভেজ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম ও শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেকেন্দার আলী মন্ডল।