শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন




রংপুরে নানা আয়োজনে উদযাপিত আন্তর্জাতিক নার্স দিবস

রংপুরে নানা আয়োজনে উদযাপিত আন্তর্জাতিক নার্স দিবস

স্টাফ রিপোর্টার :
আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতি সারাদেশের মতো রংপুরেও নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই-বিশ্ব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান এবং নার্সদের অধিকার সংরক্ষণ করুন।
দিবসটি উপলক্ষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। ঢাক ঢোল ও বাদ্যযন্ত এবং ঘোড়াগাড়ির বিশাল এ র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রংপুর নার্সিং কলেজের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় রংপুর নার্সিং কলেজের অধ্যক্ষ রিজিয়া খাতুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ বিমল কুমার রায়, রচিমহা’র পরিচালক ডাঃ রেজাউল করিম, নার্সিং সুপার মোসলেমা খাতুন স্বানাপ রংপুর সভাপতি ফোরকান আলী, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম লিমন, নার্সিং সুপারভাজার আতাউর রহমান মন্ডল, বাংলাদেশ প্রাইভেট নার্সিং ইন্সটিটিউট এন্ড কলেজ ওনার্স এসোসিয়েশন রংপুর বিভাগের সভাপতি সেরাফুল ইসলাম হিমেল সহ অন্যান্য নেতৃবৃন্দ। আন্তর্জাতিক নার্স দিবসের দিনব্যাপী আয়োজনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, নার্সিং প্রশাসন, রংপুর নার্সিং কলেজ, স্বাধীনতা নার্সেস পরিষদ, বাংলাদেশ প্রাইভেট নার্সিং ইন্সটিটিউট এন্ড কলেজ ওনার্স এসোসিয়েশন, স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন, উপজেলা হেল্থ কমপ্লেক্স, বেসরকারী নার্সিং কলেজ, ইন্সটিটিউট এতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com