শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৫:০৮ পূর্বাহ্ন
পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চন্দরিয়া গুচ্ছগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।
মৃতের বড় ভাই দুরুল হুদা ও চাচা আব্দুল জলিল জানান, পারিবারিক কলহের জেরে বুধবার রাতে ঐ গ্রামের শাহিন হুসেন তার স্ত্রী রহিমা খাতুনকে পিটিয়ে হত্যা করে লাশ গুচ্ছগ্রামের নির্মাণাধীন একটি ঘরের তীরে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। এ বিষয়ে রহিমার মা মনোয়ারা থানায় অভিযোগ করলে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে স্বামীকে জিঞ্জাসাবাদের জন্য আটক করে।
রহিমার স্বজনদের অভিযোগ, রহিমাকে টাকার জন্য প্রায়ই মারধর করতো তার স্বামী শাহিন। গত রাতে রহিমাকে পিটিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে স্বামী শাহিন।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীন আলম জানান, জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে রহিমার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রহিমার মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে।