রবিবার, ১১ Jun ২০২৩, ০৬:৫৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :
রংপুরে মজুত সয়াবিন তেলের কয়েকটি গোডাউনে অভিযান পরিচালনা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় গোডাউনে তেল মজুত রাখার দায়ে নগরীর সেনপাড়ার দেপাল ট্রেডার্স ও এসএস ট্রেডার্স নামের দুটি গোডাউন মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। বুধবার (১১ মে) দুপুরে নগরীর বেতপট্রি, সেনপাড়াসহ কয়েকটি এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা। এ সময় দেপাল ট্রেডার্স ও এসএস ট্রেডার্সের গোডাউনে তেল মজুতের সত্যতা পান অভিযান পরিচালনাকারী দল। সেই সাথে বাজারে সয়াবিন তেলের সরবরাহ ঠিক রাখা এবং অতিরিক্ত মজুদ না রাখার আহব্বান জানান কর্মকর্তারা। অভিযানে সহায়তা করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীন ঢাকা মেইলকে জানান, কয়েকটি গোডাউনে এ অভিযান পরিচালনা চলমান রয়েছে। তেলের কৃত্রিম সংকট মোকাবেলায় অসাধু ব্যবসায়ীদের কঠোর শাস্তির বিধান রেখে মাঠে প্রতিনিয়ত কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর রংপুর। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।