রবিবার, ১১ Jun ২০২৩, ০৬:১৪ পূর্বাহ্ন




ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক :
কুমিল্লায় মালবাহী কন্টেইনার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট, ঢাকা-নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার ভোর ৪টার দিকে কুমিল্লার রাজাপুর রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার রেলওয়ে কর্মকর্তা লিয়াকত হোসেন।

তিনি বলেন, সোমবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন রাজাপুর রেলস্টেশন এলাকায় পৌঁছালে তিনটি বগি লাইন-চ্যুত হয়। এ সংবাদ পেয়ে লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে ২টি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। ইতোমধ্যে একটি উদ্ধারকারী ট্রেন কাজ শুরু করেছে।

রাজাপুর রেল-স্টেশনের মাস্টার রেজাউল কবির বলেন, চট্টগ্রাম থেকে ঢাকামুখী মালবাহী ট্রেন রাজাপুর স্টেশন এলাকায় পৌঁছালে ৩টি বগি লাইনচ্যুত হয়। যার ফলে এই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, রেলওয়ের একাধিক টিম লাইন মেরামতের কাজ করছে। যেহেতু লাইন বাঁকা হয়ে গেছে, স্বাভাবিক হতে কতক্ষণ লাগবে তা বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com