মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০৩:৩০ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি :
আফগানিস্তান, নাইজার ও মালিতে চাঁদ দেখা যাওয়ায় দেশের বিভিন্নস্থানে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করলেও এবার সৌদি আরবের সাথে মিল রেখে লালমনিরহাটের পাটগ্রাম ও কালীগঞ্জ উপজেলায় ঈদ উদযাপন করা হচ্ছে।
সোমবার সকালে কালীগঞ্জ উপজেলার মুন্সিপাড়া জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মাওলানা আব্দুল মাজেদ। তবে বৃষ্টির কারণে জামাতে মুসল্লির সংখ্যা কম ছিলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১১ সাল থেকে কালীগঞ্জ উপজেলার সুন্দ্রহবী, মুন্সিপাড়া, আমিনগঞ্জ, বালাপাড়া, পার্শ্ববর্তী আদিতমারী উপজেলার নামরী গ্রামের প্রায় শতাধিক পরিবার সৌদি আরবে চাঁদ দেখা গেলেই রোজা ও ঈদ করেন। বেশিরভাগ ক্ষেত্রে ঈদ বা রমজানের চাঁদ সৌদি আরবের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। ফলে দেশের সরকার ঘোষিত দিনের একদিন আগেই এসব পরিবার ঈদ উদযাপন করেন। তারা রোজাও শুরু করেন একদিন আগে।