মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০৩:৫৫ অপরাহ্ন
সিরাজগঞ্জ প্রতিনিধি :
আত্মীয় বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে মারা গেলেন ১ ভাই এবং অপর ভাই নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বেতবাড়ী পূর্ব সাতবাড়ীয়া খেয়াঘাটের পাশে ফুলজোড় নদীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,পাবনার ঈশ্বরদী উপজেলার মাঝগ্রাম গ্রামের বাবু মিয়ার ছেলে রাজু আহমেদ ও মাজিদুল ইসলাম সোমবার রাতে পূর্ব সাতবাড়ীয়া গ্রামে তাদের তাওই মানিক হোসেনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার দুপুরে তাদের বিয়াই মনিরুল ইসলামের সঙ্গে দুই ভাই পাশের ফুলজোড় নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় দুই ভাই নদীর স্রোতে ডুবে যায়। এদের মধ্যে গোসল করতে আসা মনিরুল স্থানীয়দের সহযোগিতায় রাজু আহমেদের লাশ উদ্ধার করলেও অপর ভাই মাজিদুল নিখোঁজ রয়েছেন। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে স্থানীয়দের সঙ্গে মাজিদুলকে উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছেন।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সাব অফিসার জালাল উদ্দিন রাজু আহমেদের নদীতে ডুবে মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, নিখোঁজ মাজিদুলকে উদ্ধারে রাজশাহী থেকে তাদের ডুবুরি দল উল্লাপাড়ায় আসছেন। এর আগে নদীতে জাল ফেলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।