রবিবার, ১১ Jun ২০২৩, ০৬:৫০ পূর্বাহ্ন
মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
অমর একুশে বইমেলায় (২০২২) এ আসছে তরুণ কবি ও লেখক শ্রীমন রায়ের কবিতার বই ‘চায়ের কাপে হালকা চুমুক’। বইটি প্রকাশ করেছে ‘অনন্য প্রকাশনী’। বইটি প্রকাশ প্রসঙ্গে কবি শ্রীমন রায় বলেন, বইটি আমার প্রাণ প্রিয় মাকে উৎসর্গ করছি। একজন কবি তার স্ব-দৃষ্টিভঙ্গির দর্শনীয় মাধ্যম হিসেবে নিজেকে অন্যের চোখে ফুটিয়ে তোলার চেষ্টা করেন তার কবিতার মাঝে। তাই আমি বর্তমান সমাজের পারিপার্শ্বিক বিভিন্ন দিক কবিতার মাধ্যম দ্বারা প্রকাশ করতে চেষ্টা করেছি। একজন কবির মূল লক্ষ্য কবিতায় নতুন নতুন প্রাণ সৃষ্টির সঞ্চার করা। আশা রাখি ‘চায়ের কাপে হালকা চুমুক’ কাব্যগ্রন্থটি পাঠকদের মনের সর্বোচ্চ স্থান দখল করতে সক্ষম হবে। আমি একজন লেখকের দৃষ্টিভঙ্গি থেকে বলবো, কবিতায় হোক ভালোবাসা ও প্রতিবাদের একমাত্র মাধ্যম। তিনি আরো বলেন, বইটি বিক্রির দশ শতাংশ গরীব-পথশিশুদের শিক্ষার জন্য এবং দশ শতাংশ গরীব অসহায় মানুষের চিকিৎসার জন্য ব্যয় করা হবে। ‘চায়ের কাপে হালকা চুমুক’ কাব্যগ্রন্থটি একুশে বই মেলায় অনন্য প্রকাশনীর ১৩৬ নম্বর স্টলে পাওয়া যাবে। বইটির দাম ধরা হয়েছে ২২০ টাকা। এছাড়াও ২৫% ছাড়ে বীরগঞ্জ পৌরশহরের রকিবা টাওয়ারের কুশ ফ্যাশনে পাওয়া যাবে। উল্লেখ্য, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কৈকড়ী গ্রামে জন্মগ্রহণ করেন শ্রীমন রায়। স্কুলজীবন থেকেই তিনি লেখালিখির সঙ্গে যুক্ত রয়েছেন। তার লেখায় উঠে আসে প্রবাহমান জীবনের প্রতিচ্ছবি, প্রেম-ভালোবাসা, বিরহ-বেদনা, দুঃখ-কষ্ট, প্রতিবাদ ও জাগরণ। অত্যন্ত সরল ও মিশুক মানুষ শ্রীমন। বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করে তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে। শ্রীমন রায় নটবর পরেশ চন্দ্র রায়ের স্মৃতিতে প্রতিষ্ঠিত পরেশ মেলার সভাপতি। সাংস্কৃতিক অঙ্গনে যার ব্যাপক পরিচিতি রয়েছে। সংগীতপ্রেমী শ্রীমন নিজে গিটার বাজাতে এবং গান গাইতে জানেন। তিনি দৈনিক আমাদের সংবাদ পত্রিকায় সাংবাদিকতা করছেন। ভালোবাসেন স্বপ্ন দেখতে ও দেখাতে।