বুধবার, ২৫ মে ২০২২, ১০:২৫ অপরাহ্ন
কাওছার মাহামুদ, লালমনিরহাট :
লালমনিরহাটে কালমাটি জনকল্যান সংঘের পক্ষ থেকে ও রথিন্দ্রনাথ মজুমদার এঁর সহযোগিতায় গরীব দুঃখিদে মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
বৃহস্পতিবার, বিকেলে সদর উপজেলার কালমাটি পাকার মাথা নামক এলাকয় কালমাটি জনকল্যান সংঘের পক্ষ থেকে শতাধিক গরীব দুঃখীদের মাঝে শীতবস্ত্র বিতরণ বিতরণ হয়। এ সময় প্রতিষ্ঠানের সভাপতি রথিন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সদস্য এরশাদ হোসেন জাহাঙ্গীর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজ্জামেল হক মানিক, প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ময়নুল হক, যুগ্মসাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মশিউর রহমান প্রমুখ।
শীতবস্ত্র পেয়ে কালমাটি এলাকার গরীব -দুঃখী শীতার্ত মানুষ কালমাটি জনকল্যাণ সংস্থার প্রতী কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।