বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন




রংপুরে স্কুল-কলেজে স্বাস্থ্য সুরক্ষায় চলো স্বপ্ন ছুঁই এর ক্যাম্পেইন

রংপুরে স্কুল-কলেজে স্বাস্থ্য সুরক্ষায় চলো স্বপ্ন ছুঁই এর ক্যাম্পেইন

তাজরুল ইসলাম, পীরগাছা :
সমাজে চলার পথে নারী পুরুষ উভয়ে একে অপরের পরিপূরক।কিন্তু এটা শুধু মুখেই শোনা যায়,, কিন্তু কতজন বিষয়টি মানে আমার জানা নেই!! শারীরিক কাঠামোর কারণে নারীদের পুরুষের তুলনায় ব্যাতিক্রম ও দুর্বল মনে করা হয় কিন্তু একজন পুরুষ যেমন মানুষ হিসেবে জন্ম নেয়,, ঠিক তেমনি একজন নারীও জন্ম নেয় মানুষ হিসেবে।। এ কারণেই বুদ্ধিবৃত্তিক সব কাজে নারীরা পুরুষের সমকক্ষ।। কিন্তু বর্তমানে নানা কারণে নারীকে পদে পদে বঞ্চিত হতে হয়,, হচ্ছে। পিছিয়ে পড়ছে নারীরা। নারীদের পিছিয়ে পড়ার অন্যতম একটি কারণ হলো পিরিয়ড। সংকোচ জড়তার কারনে যারা পিছিয়ে আছে তাদের পাশে দাড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য। সকল নারীরা সবসময় জড়তার ফলে মুখ ফুটে বলতে পারেন না সব সমস্যা। কিন্তু প্রত্যেক মাসে সব নারীর কাছে স্যানেটারি ন্যাপকিন একটি বিশেষ প্রয়োজনীয় জিনিস। তাই “চলো স্বপ্ন ছুঁই” এর পক্ষ থেকে অসহায় নারীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিতে এবং মাসিক স্বাস্থ্যসুরক্ষা সম্পর্কে স্কুল কলেজের শিক্ষার্থীদের সচেতন করার জন্য এসডিজি ৩ এর আওতাধীন তাদের প্রোজেক্টঃ “অপরাজিতা”। আজ ১১ জানুয়ারি, মঙ্গলবার রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর মেয়েদের নিয়ে তারা স্বাস্থ্য সুরক্ষামূলক ক্যাম্পেইন করেন। ক্যাম্পেইনটি পরিচালনা করেন রংপুর মেডিকেল কলেজ এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিকা তাসনীম রংপুর মেডিকেল কলেজ এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী ঐশ্বী সরকার আঁচল এবং রাজশাহী মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান মুক্তা। বিভিন্ন সেশনে তারা ছাত্রীদের মাসিক স্বাস্থ্যসুরক্ষামূলক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সেশন পরিচালনা করেন। তারা স্কুল কলেজের শিক্ষার্থীদের মাসিক স্বাস্থ্যসুরক্ষা নিয়ে সচেতনা সৃষ্টির লক্ষে মেডিকেল কলেজের ছাত্রীদের মাধ্যমে সেমিনার পরিচালনা ও বিনামূল্যে সেনিটারি ন্যাপকিন প্রদান এর উদ্যোগ নিয়েছেন। এর আগে তারা প্রত্যন্ত অঞ্চলে মাসিক স্বাস্থ্যসুরক্ষা নিয়া ক্যাম্পেইন করেছি এবং বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন প্রদান করেছেন। চলো স্বপ্ন ছুঁই এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মুহতাসিম আবশাদ জিসান বলেন, “এরআগে আমরা রংপুর এবং পার্শ্ববর্তী জেলার রেষ্টুরেন্টগুলোর ফিমেল ওয়াশরুমে ভেন্ডিং বক্স দিয়েছি। এতে করে রেষ্টুরেন্টে এসেও প্রয়োজনীয় মুহূর্তে রেষ্টুরেন্টের ওয়াশরুমেই নারীরা বিনামূল্যে পেয়ে যাবেন তাদের এই সুরক্ষা সামগ্রী স্যানিটারি ন্যাপকিন। আমাদের এই কার্যক্রম স্কুল কলেজ গুলোতেও পরিচালনা করা হচ্ছে, আমরা প্রান্তিক পর্যায়েও আমাদের এই কার্যক্রম পরিচালনা করবো”। চলো স্বপ্ন ছুঁই এর সাধারণ সম্পাদক মোঃ তানজিম আলম তাসিন বলেন, আমরা প্রান্তিক পর্যায়ে গিয়ে মা বোন দের মাঝে এই সচেতনার হার বাড়াতে চাই, আর আমাদের এই কাজের জন্য প্রয়োজন পৃষ্ঠপোষকতা, সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সহযোগিতা, আমরা স্যানিটারি ন্যাপকিনটা স্পন্সর পেলে প্রান্তিক পর্যায়ে গিয়ে কাজ করতে পারবো, এজন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সহযোগিতা একান্ত কাম্য”। চলো স্বপ্ন ছুঁই এর এই উদ্যোগে প্রশংসা জানিয়েছেন স্কুল কতৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com