রবিবার, ১১ Jun ২০২৩, ০৫:৩২ পূর্বাহ্ন




রংপুরে শিশু সাহিত্যিক দাদুভাইয়ের ৮৬ তম জন্মদিনে আলোচনা ও দোয়া মাহফিল

রংপুরে শিশু সাহিত্যিক দাদুভাইয়ের ৮৬ তম জন্মদিনে আলোচনা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার :
রংপুরে প্রয়াত শিশু সাহিত্যিক, প্রখ্যাত ছড়াকার, ছড়া সংসদ রংপুরের প্রধান উপদেষ্টা প্রয়াত রফিকুল হক দাদুভাইয়ের ৮৬ তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় অভিযাত্রিক কার্যালয়ে ছড়া সংসদ রংপুরের উদ্যোগে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রয়াত রফিকুল হক দাদুভাইয়ের সাহিত্যকর্ম ও বর্ণাঢ্য জীবনকর্ম নিয়ে ছড়া সংসদ রংপুর সভাপতি সাঈদ সাহেদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা করেন ছড়া সংসদ রংপুর উপদেষ্টা এসএম খলিল বাবু, সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমান, সহ-সভাপতি এটিএম মোর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান দিশারি, জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকির আহমদ, প্রচার সম্পাদক খালিদ সাইফুল­াহ, দপ্তর সম্পাদক ফজলে রাব্বি, সহ-বর্হিযোগাযোগ সম্পাদক ইরশাদ জামিল, কার্যকরি সদস্য হাই হাফিজ, এস এ অপু, মনিরা পারভীন পপি প্রমুখ। সঞ্চালনা করেন ছড়া সংসদ রংপুর এর সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন। জন্মদিনের আলোচনায় বাংলা একাডেমি ও শিশু একাডেমি কর্তৃক শিশু সাহিত্যে রফিকুল হক দাদুভাই এর নামে পদক প্রবর্তন ও রফিকুল হক দাদুভাইকে মরোনত্তর স্বাধীনতা পদক প্রদানের জন্য সংশ্লিষ্টগণের কাছে আহবান জানিয়েছেন বক্তারা।
আলোচনা শেষে রফিকুল হক দাদু ভাই এর ৮৬ তম জন্মদিন উপলক্ষে তার
রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ আলী রাজু।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com