শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন




বীরগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

বীরগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বের হয়ে পৌরশহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মো. মোশাররফ হোসেন বাবুল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস। এসময় বীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী ও উপজেলার নিবন্ধিত মহিলা সমিতি সদস্যগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৩ জয়িতা পৌরসভার সুজালপুর থানাপাড়ার মোছা. হায়াতুন নেছার, পাল্টাপুর ইউনিয়নের সনকা গ্রামের রিক্তা বানু ও মোহনপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামের রাজিয়া আক্তার পান্নাকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে ঘোষণা করে ক্রেস্ট ও সনদ প্রদান, শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার এবং বিভিন্ন নিবন্ধিত মহিলা সমিতি ঋণের চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com