শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন




হিলিতে ৬০ জন আদিবাসী পেল টয়লেটের উপকরণ

হিলিতে ৬০ জন আদিবাসী পেল টয়লেটের উপকরণ

হিলি প্রতিনিধি :
দিনাজপুরের হিলিতে জিও এনজিও সমন্বয় সভা ও টয়লেট এর উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে বে-সরকারী সংস্থা ব্র্যাক ইনডিজেনাস পিপলস্ সমন্বিত উন্নয়ন কর্মসূচির আয়োজনে জালালপুর ব্র্যাক অফিসে জিও এনজিও সমন্বয় সভা শেষে অফিস চত্বরে টয়লেট এর উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার নুর-এ আলম।

এসময় হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন,ব্র্যাক এর এরিয়া ম্যানেজার শাহাবুউদ্দিন,প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু,ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক নির্মল কেরকেটাসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৬০ জন আদিবাসী উপকারভোগীকে টয়লেট এর উপকরণ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com