বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫:০৩ অপরাহ্ন




পীরগ‌ঞ্জে জে‌লে পল্লী‌তে ক্ষ‌তিগ্রস্থ মানু‌ষের মা‌ঝে রান্না করা খাবার বিতরন

পীরগ‌ঞ্জে জে‌লে পল্লী‌তে ক্ষ‌তিগ্রস্থ মানু‌ষের মা‌ঝে রান্না করা খাবার বিতরন

পীরগঞ্জ (রংপুর) প্রতি‌নি‌ধি :
রংপু‌রের পীরগ‌ঞ্জে সাম্প্রদা‌য়িক হামলা, লুটপা‌ট ও আগু‌নে জ্বা‌লি‌য়ে দেয়া সর্বস্ব হারা‌নো জে‌লে পল্লীর মানু‌ষের জন্য রান্না করা খাবার‌রের ব্যবস্থা ক‌রে‌ছেন জেলা ত্রাণ ও পুর্ণবাসন অ‌ধিদপ্তর। রংপুর জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তার সা‌র্বিক ব্যবস্থায় উপ‌জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তার কার্যালয় ওই রান্না করা খাবার প‌রি‌বেশন কর‌ছে। এ ব্যাপা‌রে উপ‌জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা মিজানুর রহমান সাংবা‌দিক‌দের জানান, জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা আকতারুজ্জামন স্যারের নি‌র্দেশে ঘটনার প‌রের দিন সোমবার সকাল থে‌কে ২৭০ জন পুরুষ, নারী ও শিশু‌দের মা‌ঝে রান্না করা খাবার বিতরন করা হ‌চ্ছে। উ‌ল্লেখ‌্য গত ১৭ ই অ‌ক্টোবর উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড়করিমপুর কসবা হিন্দু জেলে পল্লীর বাসিন্দা প্রশান্ত কুমারের ছেলে পরিতোষ কুমার (১৬) ফেসবুকের একটি পোস্টে মন্তব্যের ঘরে কাবাঘরের ব্যঙ্গ ছবি দেয়। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে রাত ১০ টার পর দুর্বৃত্তরা কসবা জ‌লে পল্লীতে বাসীন্দা‌দের বাড়ীঘর লুটপাট ও ভাংচুর করে আগুন লাগিয়ে দেয় এতে ৫০ টির বেশি ঘর পুড়ে যায়।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com