বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন




আটোয়ারীতে দুর্গোৎসব উপলক্ষে এম.পি’র নিজস্ব অর্থায়নে বস্ত্র বিতরণ

আটোয়ারীতে দুর্গোৎসব উপলক্ষে এম.পি’র নিজস্ব অর্থায়নে বস্ত্র বিতরণ

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী হত-দরিদ্র পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে শাড়ী, লুঙ্গি ও পাঞ্জাবী বিতরণ করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান-এমপি। বুধবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংসদ সদস্য নিজে উপস্থিত থেকে উপজেলার ৬ ইউনিয়নের প্রায় তিন শতাধীক সনাতন ধর্মবলম্বী হত-দরিদ্র নারী-পুরুষের মাঝে শাড়ী, লুঙ্গি ও পাঞ্জাবী বিতরণ করেন। বিতরণের আগে দুর্গোৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এত সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগ, আটোয়ারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান। উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনরায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান। প্রধান অতিথি বলেন, শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের সাথে উৎসবের আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে বস্ত্র বিতরণ করা হচ্ছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এটিএম সারোয়ার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান , উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দিন । আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সা. সম্পাদক ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ, বলরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রমুখ। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ ৬ ইউনিয়নের ২৯টি দুর্গা মন্দির কমিটির নেতৃবৃন্দসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com