রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:১৯ পূর্বাহ্ন




বিলুপ্ত প্রায় লাল শাপলা এখন চাষ হচ্ছে পুকুরে

বিলুপ্ত প্রায় লাল শাপলা এখন চাষ হচ্ছে পুকুরে

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :
কালের বির্বতনে এখন প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে অনেক উদ্ভিদ এবং প্রাণি। বিলুপ্ত প্রায় লাল শাপলা দুস্প্রাপ্য হয়ে পড়েছে। অনেক প্রকৃতি প্রেমি বিলুপ্ত প্রায় উদ্ভিদ এবং প্রাণি সংরক্ষণের চেষ্টা করছে। সেই ধারাবাহিকতায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের বিনোদন কেন্দ্র সরোবর পার্কে চাষ করা হচ্ছে লাল শাপলা। প্রায় দুই বিঘা আয়তনের পুকুরে লাল শাপলা যেন সকলের নজর কেড়েছে। প্রকৃতি প্রেমিরা প্রতিদিন ভীর করছে লাল শাপলা দেখার জন্য। পার্কের মালিক আরিফিন আজিজ সরদার সিন্টু জানান, ভিন্ন জেলা থেকে লাল শাপলা সংগ্রহ করে লাগানো হয়ে পার্কের পুকুরে। পার্কে আসা দর্শকদের বিনোদনের জন্য মুলত লাগানো হয় লাল শাপলা। তবে এখন অনেকে বিভিন্ন কাজের জন্য নিয়ে যাচ্ছে। ওষুধি গাছ লাল শাপলা। সে কারণে অনেকে ওষুধের কাজে ব্যবহারের জন্য লাল শাপলা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। সোনারহাট মাদ্রাসার শিক্ষক রেজাউল ইসলাম জানান, বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েরা লাল শাপলা চেনেন না। তিনি মনে করেন পার্কে আসা ছেলে মেয়েরা জানতে পাররে লাল শাপলার পরিচিতি। উপজেলা কৃষি অফিসার রাশিদুল ইসলাম জানান, লাল শাপলা একটি জলজ উদ্ভিদ এবং ওষুধিও বটে। এর অনেক গুণ রয়েছে। বিলুপ্ত প্রায় লাল শাপলা এখন আর বিলঝিলে দেখা যায় না। তবে অনেকে বাণিজ্যিকভাবে পুকুরে চাষাবাদ করছে। আবার বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শকদের জন্য রাখা হয়েছে লাশ শাপলা।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com