শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন




দুর্দান্ত গোলে ‘নিখুঁত রাত’, মেসি দিলেন উন্নতির বার্তা

দুর্দান্ত গোলে ‘নিখুঁত রাত’, মেসি দিলেন উন্নতির বার্তা

স্পোর্টস ডেস্ক :
অবশেষে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) হয়ে গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। ক্লাবটির হয়ে চতুর্থ ম্যাচ খেলতে নেমে প্রথমবারের মতো স্কোরশিটে নাম তুলেছেন তিনি। ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোলটি করেছেন তিনি।

মঙ্গলবার রাতে লিওনেল মেসি ও ইদ্রিসা গুইয়ের গোলে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে পিএসজি। মেসির মতে এটি ছিলো একটি নিখুঁত রাত। যেখানে নিজের প্রথম গোল করে খুশি হলেও উন্নতি করে যেতে হবে বলে জানিয়েছেন আর্জেন্টাইন জাদুকর।

ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানিয়ে মেসি বলেছেন, ‘দুর্দান্ত প্রতিপক্ষের বিপক্ষে এটি একটি নিখুঁত রাত ছিলো। ক্লাব ব্রুগের সঙ্গে ড্রয়ের পর আমাদের জন্য এ জয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিলো।’

তিনি আরও যোগ করেন, ‘গোল করতে পেরে আমি খুবই খুশি। সাম্প্রতিক সময়ে আমি খুব বেশি ম্যাচ খেলিনি। এখানে (পিএসজির মাঠে) মাত্র একটি ম্যাচ খেলেছি। আমি ধীরে ধীরে মানিয়ে নিচ্ছি। গুরুত্বপূর্ণ বিষয় হলো জয়ের ধারা বজায় রাখা।’

এসময় নিজেদের খেলার আরও উন্নতির দিকে নজর দিয়ে তিনি বলেন, ‘প্রতি ম্যাচের সঙ্গে সঙ্গে আমাদের সম্পর্কটাও আস্তে আস্তে ভালো হবে। আমাদের প্রত্যেককে একসঙ্গে বেড়ে উঠতে হবে, নিজেদের খেলার মান বাড়াতে হবে, ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’

মেসির শেষ কথা, ‘আমরা বড় প্রতিপক্ষের বিপক্ষে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ জিতেছি, যারা গত আসরের ফাইনাল খেলেছে। আমাদের অবশ্যই উন্নতি করে যেতে। ভবিষ্যতের জন্য অনেক বিষয়ে উন্নতি করতে হবে।’

এদিকে ম্যান সিটির বিপক্ষে গোল করে নতুন আরেকটি রেকর্ড গড়েছেন মেসি। চ্যাম্পিয়নস লিগে টানা ১৭ মৌসুমে গোল করলেন তিনি। একই রাতে এই রেকর্ড গড়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমাও। ক্রিশ্চিয়ানো রোনালদোর রয়েছে টানা ১৬ মৌসুমে গোল।

এই গোলের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে মেসির গোলসংখ্যা বেড়ে হয়েছে ১২১টি। এর মধ্যে ২৭টিই করেছেন ইংল্যান্ডের ক্লাবগুলোর বিপক্ষে। যা কি না অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে ১৫টি বেশি।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com