বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন




আটোয়ারীতে অভিযান চালিয়ে চায়না রিং জাল জব্দ করে জ্বালিয়ে দেয়া হয়েছে

আটোয়ারীতে অভিযান চালিয়ে চায়না রিং জাল জব্দ করে জ্বালিয়ে দেয়া হয়েছে

মোঃ ইউসুফ আলী,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে অভিযান চালিয়ে চায়না রিং জাল আটকের পর জ্বালিয়ে দেয়া হয়েছে। বুধবার(০৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামসুর রহমানের নেতৃত্বে তার অফিস স্টাফ এবং আটোয়ারী থানা পুলিশের সহযোগিতা নিয়ে উপজেলার রসেয়া দিনমাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে বিভিন্ন জলাশয়ের নালায় মাছ ধরার উদ্দেশ্যে বসানো রিং জাল ফেলে পালিয়ে যায় মাছ শিকারীরা। মৎস্য অফিসের তথ্যমতে ফেলে যাওয়া প্রায় পঞ্চাশ হাজার মিটার চায়না রিং জাল অভিযানকারী দল জব্দ করেন, যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। পরে অভিযান পরিচালনাকারী দলের সিদ্ধান্ত মতে জব্দকৃত চায়না রিং জাল উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে প্রকাশ্যে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে ভূষ্মিভুত করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামসুর রহমান বলেন, চায়না রিং জাল কারেন্ট জালের চেয়েও ভয়ঙ্কর। রিং জাল যে নালায় বসানো হবে সে নালা দিয়ে মাছের পোকাটিও ফেসে যেতে পারবেনা। ছোট-বড় সব মাছই রিং জালে আটকা পড়বে। এ জাল ব্যবহারে দেশে মৎস্য সম্পদ ধ্বংস হওয়া স্বাভাবিক। সারাদেশে মৎস্য আইন বাস্তবায়নে সরকারের নির্দেশনা মতে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় পঞ্চগড়ের আটোয়ারীতে মৎস্য সম্পদ রক্ষায় মৎস্য দপ্তরের উদ্যোগে অবৈধ চায়না রিং জাল ও চায়না কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com