শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন




করোনা মুক্ত সুন্দরগঞ্জের ইউএনও

করোনা মুক্ত সুন্দরগঞ্জের ইউএনও

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ করোনা মুক্ত হওয়া অফিসার্স ক্লাবের পক্ষ হতে ফুলের শুভেচ্ছা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনার নমুনা পরীক্ষার নেগেটিভ সনদপত্র প্রদান করা হয়েছে। আজ বুধবার সকালে নির্বাহী অফিসারের কার্যালয়ে তাঁকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভুমি মাহমুদ আল হাসান, উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ রেজা-ই মাহমুদ, দায়িত্বেরত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বিশ্বেশ্বর চন্দ্র বর্মন, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রবিউর ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এ.কে.এম ফরিদুল হক, ওসি আব্দুল্লাহিল জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারি প্রকৌশলী খোকন রানা প্রমূখ। আজ থেকে ১৬দিন আগে দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হন উপজেলা নির্বাহী অফিসার। দীর্ঘ ১৪দিন চিকিৎসার পর গত মঙ্গলবার ফের নমুনা পরীক্ষা করা হলে তার শরীরে করোনা নেগেটিভ প্রমানিত হয়। ইউএনও মোহাম্মদ আল মারুফ জানান, প্রথম দু’দিন সমস্যা মনে হয়েছিল। এরপর ভালই ছিলাম, গল্পের বই, মোবাইল ফোনে সময় কাটিয়েছে বেশ। অফিসে ফিরতে পেয়ে নিজেকে ধন্য মনে করেছেন । তিনি মহান সৃষ্টি কর্তার শুকরিয়া আদায় করেছেন।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com