শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৫৮ অপরাহ্ন




বীরগঞ্জে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে মতবিনিময় সভা

বীরগঞ্জে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে মতবিনিময় সভা

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনার লক্ষ্যে জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনার লক্ষ্যে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য ও মান্যগণ্য ব্যাক্তিগণের সমম্বয়ে জরুরী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীন, পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন বাবুল, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকারিয়া জাকা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুর ইসলাম নুরসহ অন্যান্য নেতৃবৃন্দ। এমপির নেতৃত্বে হাসপাতালে সেন্টাল অক্সিজেন সিষ্টেম স্থাপনের জন্য সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন করেন এবং রোগীদের চিকিৎসার খোজ-খবর নেন এমপি গোপাল। এর আগে বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় বীরগঞ্জ উপজেলায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্যে রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com