শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন




পঞ্চগড়ে সোনালী আস পাট কাটায় ব্যস্ত কৃষক

পঞ্চগড়ে সোনালী আস পাট কাটায় ব্যস্ত কৃষক

পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ে গত বছর পাটের ভালো দাম পাওয়ায় চলতি মৌসুমে পঞ্চগড় উপজেলায় এবারো পাটের বাম্পার আবাদ হয়েছে।এবছর পাটে কোন প্রকার পোকা বা রোগ বালাই আক্রমণ না হওয়ায় পাটের ফসল খুবেই ভালো হয়েছে বলে জানান কৃষি বিভাগ। খুবই ভাল হয়েছে এদিকে পানির অভাবে পাট জাগ দেয়া নিয়ে চাষীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। করিমন নসিমন কিংবা গরুর মহিষের গাড়িতে পাট অন্যত্রে নিয়ে খাল-বিল ডোবায় জাগ দিতে হচ্ছে। এতে পাট চাষীদের বাড়তি খরচ গুনতে হচ্ছে। পঞ্চগড় কৃষি বিভাগ থেকে জানা গেছে, চলতি মৌসুমে পঞ্চগড় উপজেলায় পাটের আবাদ নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১০ হেক্টর আবাদ হয়েছে ৩ হাজার হেক্টর ৬ হেক্টর জমিতে।তবে এবার পাটের কোন রোগ বালাই না থাকায় ফলন খুব ভালো হয়েছে।
এ বছর পাটে কোন প্রকার পোকা রোগ বালাই আক্রমণ না হওয়ায় পাটের ফলন খুব ভালো হয়েছে তবে পানির অভাবে পাট পচানোর সমস্যার কারণে পাটের আঁশের গুনগতমান কেমন হবে এ নিয়ে চাষিদের মাঝে সংশয় দেখা দিয়েছে।পাট আবাদ বেশি হওয়ার কারণ সম্পর্কে সদর উপজেলার পাট চাষিরা জানান, গত বছর পটের দাম বেশি হওয়ায় চলতি মৌসুমে পাটের আবাদ বেড়ে গেছে। পঞ্চগড় পঞ্চগড় উপজেলা কৃষি কর্মকর্তা জানান চলতি মৌসুমে গড় প্রতি হেক্টরে ১১ দশমিক ৪২ বেল পাট উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।তিনি আরো জানান, আবহাওয়া অনুকুলে থাকলে দেশি জাতের পাট হেক্টরে ৫০ থেকে ৬০ মণ হারে উৎপাদন হবে। তবে পানির অভাবে পাট জাগ দেয়া নিয়ে চাষিরা সমস্যায় পড়েছেন। পানির স্বল্পতার কারনে অনেক সময় পাটের রঙ নষ্ট হয়ে যায়।তাই কাঁচা অবস্থায় পাটের আঁশ ছাড়িয়ে কম খরচের রিবন রেটিং পদ্ধতিতে প্রয়োগের পক্ষে মত দেন তিনি।এতে নদী নালা, খাল বিলের পানির প্রয়োজন হয়না নাড়িতে ছোট গর্তে পলিথিন দিয়ে অথবা চাড়িতে পাট পচানো সম্ভব।এতে একদিকে সময় বাঁচবে, অন্যদিকে পাটের রঙ ও গুণগত মান ভালো হবে।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com