মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ১২:২৭ অপরাহ্ন




ডোমারে পাটচাষী প্রশিক্ষণ কর্মশালা ২০২১ অনুষ্ঠিত

ডোমারে পাটচাষী প্রশিক্ষণ কর্মশালা ২০২১ অনুষ্ঠিত

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী প্রতিনিধি :
“সোনালী আঁশের সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাটচাষী প্রশিক্ষণ কর্মশালা ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ই জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পাট উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা এটিএম তৈবুর রহমান, আবু বক্কর সিদ্দিক উপ-পরিচালক নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা কৃষিবিদ আনিসুজ্জামান, মহিবুর রহমান লোহানী সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ডিমলা, রাকিবুল হাসান চৌধুরী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি), উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল বারী প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য যে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন, উপজেলা পাট উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে, ১দিন ব্যাপী উন্নত প্রযুক্তি নির্ভর, পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় “পাটচাষী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ১শত জন প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com