শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন




পীরগাছায় উন্নত পাট চাষে দিনব্যাপী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

পীরগাছায় উন্নত পাট চাষে দিনব্যাপী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি :
সোনালী আঁশে সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ এ ¯েøাগানে রংপুরের পীরগাছায় “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও বীজ উৎপাদন বিষয়ে উপজেলা একশ পাট চাষীকে দেয়া হয়েছে প্রশিক্ষণ। পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় পাটচাষী প্রশিক্ষণ গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন। এসময় বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক হাবিবুর রহমান, বিভাগীয় পরিদর্শন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম মাহবুবুল আলম বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম, উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা পরিতোষ রায়, গঙ্গাচড়া উপজেলা কর্মকর্তা রেজাউল করিম, জেলা সদর কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।
প্রশিক্ষণে একশ জন পাটচাষী অংশ গ্রহণ করেন। দিনব্যাপী প্রশিক্ষণে পাটচাষ, পাটের ব্যবহার, পাটের তৈরি বিভিন্ন পণ্য ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়। প্রশিক্ষকরা জানান, পাট এখন ২৮০টি দেশে রপ্তানি হচ্ছে। পাট পাতা দিয়ে চা তৈরিসহ বিভিন্ন পণ্য তৈরি হচ্ছে। পাটকে সোনালী আঁশ বলা হয়। পাটের সোনালী দিন ফিরিয়ে আনতে আমাদের পাটচাষ, পাটের তৈরি বিভিন্ন পণ্য ব্যবহার নিশ্চিত করতে হবে। পরে পাট অধিদপ্তরে পক্ষ থেকে অংশগ্রহনকারী চাষীদের পাটের তৈরি ব্যাগ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com