শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:১৪ অপরাহ্ন




শ্রীলঙ্কা দলে করোনার হানা, ম্যাচ নিয়ে শঙ্কা

শ্রীলঙ্কা দলে করোনার হানা, ম্যাচ নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক :
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুপুরে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। কিন্তু তার আগেই এল দুঃসংবাদ। শ্রীলঙ্কার তিন জনের করোনা পজিটিভ এসেছে। ফলে প্রথম ম্যাচ ও সিরিজ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ বিষয়ে সোয়া এগারোটার দিকে প্রথম ম্যাচ বা সিরিজের ভাগ্য নির্ধারণ করবে। পজিটিভ হওয়া তিন শ্রীলঙ্কান হলেন- বোলিং কোচ চামিন্দা ভাস এবং স্কোয়াডের সদস্য ইসুরু উদানা ও শিরান ফার্নান্দো।

উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলতে শ্রীলঙ্কা জাতীয় দল বাংলাদেশে আসে গত ১৬ মে। বাংলাদেশে এসে তিন দিন রুম কোয়ারেন্টিনে ছিলেন দলের সব সদস্য। এরপর অনুশীলনের সুবিধা পেলেও বাইরের পৃথিবী থেকে আলাদা ছিলেন সবাই, ছিলেন জৈব সুরক্ষা বলয়ে। তবে রুটিনমাফিক করোনা পরীক্ষায় সেই বলয়েরই ৩ জন সদস্যের দেহে মিলেছে ছোঁয়াচে এই ভাইরাসের উপস্থিতি।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com