শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:০০ অপরাহ্ন




কালবৈশাখী ঝড়ে বসতবাড়ি ও ফসলের ক্ষতি

কালবৈশাখী ঝড়ে বসতবাড়ি ও ফসলের ক্ষতি

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত কালবৈশাখী ঝড়ে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। গত তিন দিনের কালবৈশাখী ঝড়ে উপজেলার দহবন্দ, বেলকা, ছাপড়হাটী ও শান্তিরাম ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত কালবৈশাখী ঝড়ে শতাধিক বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাজারও গাছপালা ও পাঁকা ধানের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। ছাপড়হাটী এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ বকুল জানান, গত শুক্রবার দিবাগত রাতে কালবৈশাখী ঝড়ে তার প্রতিষ্ঠানের বিশাল আকৃতির একটি রেইনট্রি গাছ ভেঙে পড়েছে। এতে করে তার ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের রফিকুল ইসলাম জানান, কালবৈশাখী ঝড়ে তার একটি অর্জুন গাছ ঘরের উপর ভেঙে পড়ায় একটি টিনসেড ঘর সম্পন্নরুপে ক্ষতিগ্রস্থ হয়েছে। তাছাড়া শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে পাঁকা ধান ঝড়ে পড়ে গেছে। দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল জানান, তার ইউনিয়নে কমপক্ষে ১০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান, এখনও সঠিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। ইউপি চেয়াম্যানদেরকে তালিকা তৈরি করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com