শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:২৫ অপরাহ্ন




পার্বতীপুরের ৪২ জন ৩য় লিঙ্গের মানুষের পাশে ঢাকার ডু নেশনস

পার্বতীপুরের ৪২ জন ৩য় লিঙ্গের মানুষের পাশে ঢাকার ডু নেশনস

স্টাফ রিপোর্টার :
এবার করোনা ঢেউয়ের শিকার পার্বতীপুরের ৪২ জন ৩য় লিঙ্গের মানুষের পাশে দাঁড়ালেন ঢাকার স্বেচ্ছাসেবী সংগঠন ডু নেশনস। আজ শনিবার দুপুরে পার্বতীপুর উপজেলার ইয়াং স্টার ক্লাব প্রাঙ্গনে তাদের হাতে সহায়তা হিসেবে (১৯ কেজি চাল, নগদ অর্থ, আলু, তেল, লবণ ও মসুরের ডাল) তুলে দেয়া হয়। এসময় উপস্থিত থেকে সহায়তা তুলে দেন ইয়াং স্টার ক্লাবের সভাপতি ও পার্বতীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমজাদ হোসেন, রংপুর অঞ্চলের মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত মাহাতাব লিটন, ইয়াং স্টার ক্লাবের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ ও বিশিষ্ট ব্যবসায়ী তপন কুমার দাস।


দেশের বিশিষ্ট বিজ্ঞাপন নির্মাতা ও বাচিক শিল্পী সৈয়দ আপন আহসান ও তার বন্ধুদের উদ্যোগে পরিচালিত ডু নেশন এর আগেও বৃদ্ধাশ্রমের মায়েদের খাবারের ব্যবস্থা করা সহ রংপুর অঞ্চলে শীত, বন্যা ও কোভিড-১৯ এ
বিপদাপন্ন মানুষের মধ্যে সিনিয়র সিটিজেন, প্রতিবন্ধী ব্যক্তি, হোটেল শ্রমিক, ভ্যান ও অটোরিকশা চালক, ক্ষুদ্র ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, রেল স্টেশনের কুলি, মুচি, মধ্যবিত্ত পরিবার ও সংবাদকর্মীদের সহায়তা করেছেন।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com