শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:০৫ পূর্বাহ্ন




বীরগঞ্জে আবাসিক এলাকা দিয়ে বালুঘাটের ট্রলি চলাচল বন্ধে গণস্বাক্ষর

বীরগঞ্জে আবাসিক এলাকা দিয়ে বালুঘাটের ট্রলি চলাচল বন্ধে গণস্বাক্ষর

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জে বালুর মহল থেকে বালু উত্তোলন করে পৌরভার আবাসিক এলাকা দিয়ে প্রতিনিয়ত ট্রলি-ট্রাক্টরের চলাচলে জনসাধারণ চরম দুর্ভোগে। উপজেলার পৌরশহরের ৫ ও ৬ নং ওয়ার্ডের সুজালপুর – মাকড়াই মৌজার পৌরসভা হাটের বাঁশহাটি সংলগ্ন দক্ষিণ পাঁকা রাস্তা টি (প্রধান সড়ক হতে বালুঘাট পর্যন্ত) দিয়ে বালুঘাটের অসংখ্য অবৈধ ট্রলি প্রতিদিন- রাত প্রায় ২৪ ঘন্টাই বিরামহীনভাবে চলাচল করে আসছে। এতে উক্ত রাস্তা দিয়ে এলাকাবাসীর ছোট ছেলে-মেয়ে সহ সকল বয়সের সাধারণ মানুষের চলাচলে বিঘœ ও নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে এবং পথচারিরা সবসময় নিরাপত্তা হীনতায় ভুগছেন। উল্লেখ্য যে, এই আবাসিক এলাকাটিতে চাকরিজীবি, ব্যবসায়ী সহ অনেক গুরুত্বপুর্ণ দায়িত্বরত পরিবারের সদস্যরা ভাড়া থাকেন ও স্থানীয়রাও বসবাস করে। আবাসিক এলাকার মধ্য দিয়ে এই রাস্তায় বালুঘাটের ট্রলি চলাচলের চাপে এলাকাবাসীর বহুল কাঙ্খিত পাঁকা রাস্তার বেহাল দশা হয়ে দ্রæত নষ্ট হচ্ছে এবং বর্তমানে রাস্তাটির উপর ৮ ইঞ্চি হতে ১০ ইঞ্চি পর্যন্ত বালুর স্তুপ জমে মানুষজন রিক্সা,ভ্যান,সাইকেল,মোটরসাইকেল চলাচলে প্রায়শই ¯িøপ করে দূর্ঘটনার শিকার হচ্ছে। অপরদিকে শব্দদূষণে ছেলে – মেয়েদের পড়াশোনার বিঘœতা ঘটা সহ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনে বাঁধার সৃষ্টি করছে এবং আশেপাশের বাড়ি-ঘর ধুলো বালিতে ভর্তি হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পরার প্রেক্ষিতে ভারাটিয়ারা অত্র এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে, বিধায় এলাকাবাসী আর্থিকভাবেও চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন।এমতাবস্থায় জন- মানুষের সুরক্ষার স্বার্থে উক্ত বালুঘাট বন্ধ অথবা ট্রলি চলাচলের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা গ্রহণ করার আশু প্রয়োজনীয়তা উল্লেখ করে এলাকাবাসীর পক্ষে মোঃ নুরে আলম সিদ্দিকী (বাবলু) ও এলাকাবাসীরা বীরগঞ্জ পৌরসভার মেয়র বরাবরে গণসাক্ষরকৃত আবেদন দাখিল করেন এবং উপজেলা নির্বাহী অফিসার,পরিবেশ অধিদপ্তর,দিনাজপুরের প্রধান নির্বাহী সহ বিভিন্ন দপ্তর এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সদয় অবগতি জন্য ও সংশ্লিষ্ট কতৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে আবেদনের অনুলিপি প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com