শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন




পীরগাছায় স্বাস্থ্যবিধি মেনে এবাদত করার বিষয়ে আলোচনা সভা

পীরগাছায় স্বাস্থ্যবিধি মেনে এবাদত করার বিষয়ে আলোচনা সভা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি :
রংপুরের পীরগাছায় বিভিন্ন মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে পবিত্র মাহে রমজানে এবাদত করা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ এপ্রিল রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফীনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, ইউএনও শেখ শামসুল আরেফীন, পীরগাছা থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম, পীরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুজ্জাহের প্রমুখ। আলোচনা সভায় আসন্ন পবিত্র মাহে রমজানে তারাবীহর নামায, ইফতার ও যাবতীয় এবাদতের সময় মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার, শারীরিক দূরত্ব, মসজিদের প্রবেশের আগে সাবান দিয়ে হাত ধুয়ে প্রবেশসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রয়োজনে ধর্মীয়সহ যেকোনো উপলক্ষে জনসমাগম সীমিত করার কথা বলা হয়েছে। প্রয়োজনে উচ্চ সংক্রমণ এলাকায় জনসমাগম নিষিদ্ধ থাকবে। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, শিক্ষক, মসজিদের ইমাম, খতিব, ইউনিয়ন চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক এম খোরশেদ আলম, প্রেসক্লাবের সদস্য সচিব তাজরুল ইসলাম ও নবীন সাংবাদিক একরামুল ইসলামসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com