মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৫:০৩ অপরাহ্ন




করোনা কালীন রংপুর জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিকদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

করোনা কালীন রংপুর জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিকদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোটার :
আমরা ভাত চাই, কাপড় চাই না, ডাল-ভাত খেয়ে পরিবারকে নিয়ে বেঁচে থাকতে চাই, সকল হোটেল রেস্তোরাঁ খোলা চাই স্লোগানকে সামনে রেখে রংপুর জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন এর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা ১২ টায়
রংপুর জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
স্বারকলিপির মাধ্যমে শ্রমিকরা বেঁচে থাকার আকুল আবেদন করেন। স্মারকলিপির মাধ্যমে আবেদন করেন মহামারী করোনা বিশ্বসহ আমাদের দেশ ব্যাপি বৃদ্ধি পাওয়ায় সরকার ১৮ টি সিদ্ধান্ত দিয়ে লকডাউন এর সিদ্ধান্ত গ্রহণ করেন। এতে করে হোটেল রেস্তোরাঁ মালিকগণ হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখেন, এতে করে আমাদের বেতন/খোরাকী বন্ধ হওয়ায় আমরা মহা বিপাকে পড়েছি। একদিকে পরিবারের চাপ অপরদিকে বিভিন্ন এনজিও কর্তৃক কিস্তির চাপ। তাই জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর আবেদন হোটেল রেস্তোরাঁ খুলে দেয়া হোক। তা নাহলে আমাদেরকে মহামারী করোনা কালীন রাস্তায় নামতে হবে। তাই জেলা প্রশাসকের কাছে আবেদন হোটেল রেস্তোরাঁ খোলা ও আমাদের দিক বিবেচনায় সার্বিক সাহায্য কামনা করছি।
স্মারকলিপি জেলা প্রশাসকের পক্ষে গ্রহণ করেন সহকারী কমিশনার (গোপনীয়) মাহমুদ হাসান মৃধা।
স্মারকলিপি প্রদানের সময় রংপুর জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহবায়ক সমশের আলী, যুগ্ন আহবায়ক আহমেদ হোসেন গাড্ডু, সদস্য মুশফিকুর রহমান বুলেট, মোঃ শাহীন, আবদুল হাদী, আজিজুল হাকিম, দুলাল মিয়া, নাজমুল হুদা, আরিফুর ইসলাম, জাবেদ, বাবু মিয়া, মাছুম, আবু বক্কর সিদ্দিক, পীরগাছার মোখলেছুরসহ রংপুর জেলার সকল উপজেলা হতে আগত নেতৃবৃন্দ।
এ সময় সহকারী কমিশনার (গোপনীয়) মাহমুদ হাসান মৃধা বলেন, জেলা প্রশাসক মহাদয়ের সাথে কথা বলা সাপেক্ষে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com