শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন




প্রতারকের ১০ দিনের কারাদন্ড দিলেন ইউএনও

প্রতারকের ১০ দিনের কারাদন্ড দিলেন ইউএনও

শাহিনুর আলম শাহিন, হিলি প্রতিনিধি :
দিনাজপুরের হাকিমপুরে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে এক অসহায় ব্যাক্তির নিকট থেকে প্রতারনা করে ১৪ হাজার টাকা দেওয়ার অভিযোগে রোস্তম আলী আকালু নামের এক দালালকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল সোমবার সন্ধ্যায় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট্র মোহাম্মদ নুর-এ-আলম তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই দন্ড প্রদান করেন।

নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট্র মোহাম্মদ নুর-এ-আলম বলেন, উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের চকভিরামপুর গ্রামের ভ্যান চালক ফেরদৌসকে জায়গাসহ একটি ঘর দেওয়ার কথা বলে একই এলাকার দক্ষিন মাধবপাড়া গ্রামের ওয়াকিল উদ্দিনের ছেলে রোস্তম আলী আকালু (৪২) ১৪ হাজার টাকা নেয়। টাকা নেয়ার বিষয়টি স্বিকার করলে রোস্তম আলী আকালুকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com