শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:২৪ অপরাহ্ন




নগরীতে গণপরিবহন চলবে সকাল-সন্ধ্যা

নগরীতে গণপরিবহন চলবে সকাল-সন্ধ্যা

নিউজ ডেস্ক :
বুধবার থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশের সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলবে। মঙ্গলবার (৬ এপ্রিল) সরকারি বাসভবন থেকে ভিডিওবার্তায় এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, ঢাকাসহ অন্যান্য সব সিটি করপোরেশন এলাকায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাস চলবে। তবে এক্ষেত্রে কঠোর স্বাস্থ্য বিধি মানতে হবে।

মন্ত্রী বলেন, নগর পরিবহন সিটি শহর এলাকার বাইরে যেতে পারবে না এবং বাইরে থেকে অন্য কোনো পরিবহন ঢুকতে পারবে না।

এর আগে মহামারী সামাল দিতে ‘লকডাউনের’ মধ্যে সোমবার থেকে সারা দেশে গণপরিবহন বন্ধের ঘোষণা দিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তখন পণ্যপরিবহন, জরুরিসেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টস সামগ্রী বহনকারি পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখারও ঘোষণা দেন তিনি।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com