শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন




দোকান খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

দোকান খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

শাহিনুর আলম শাহিন, হিলি প্রতিনিধি :
দিনাজপুরের হিলিতে সরকারী আদেশ অমান্য দোকান খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি না মানায় ১২টি মামলায় ১৯ হাজার ১’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল সোমবার বিকেলে হিলি ও ছাতনী বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট্র মোহাম্মদ নুর-এ-আলম।

নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট্র মোহাম্মদ নুর-এ-আলম বলেন, দেশে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সরকারের বেশকিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এরই আলোকে হাকিমপুর উপজেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হচ্ছে। আজ উপজেলার হিলি ও ছাতনী বাজার এলাকায় পরিচালনা করা হয়। এসময় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় ১২ জন পথচারী ও দোকানীকে ১৯ হাজার ১ শ টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com