সোমবার, ১২ এপ্রিল ২০২১, ১২:০৯ পূর্বাহ্ন
পীরগাছা (রংপুর) প্রতিনিধি :
করোনার দ্বিতীয় ঢেউ থেকে সুরক্ষিত থাকতে পীরগাছা প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে সুরক্ষা সামগ্রী দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফীন তার কার্যালয়ে প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকদের মাঝে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন। এসময় প্রেসক্লাবের সদস্য সচিব তাজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম খোরশেদ আলম, সাংবাদিক একরামুল ইসলাম উপস্থিত ছিলেন। সুরক্ষা সামগ্রী প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফীন সরকারি বিধি নিষেধ সহ করোনার সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন। এর আগে উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের মাঝেও সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়।