শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন




লালমনিরহাটে হেফাজত ইসলামের নৈরাজ্যকর তান্ডব প্রতিরোধ ও অপরাধীদের বিচারের দাবীতে মানববন্ধন

লালমনিরহাটে হেফাজত ইসলামের নৈরাজ্যকর তান্ডব প্রতিরোধ ও অপরাধীদের বিচারের দাবীতে মানববন্ধন

কাওছার মাহামুদ লালমনিরহাট প্রতিনিধি :
শনিবার (৩ এপ্রিল) সকাল ১০টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা ও লালমনিরহাট সদর উপজেলা কমান্ড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড লালমনিরহাট জেলা ও লালমনিরহাট সদর উপজেলা শাখা, লালমনিরহাট প্রেসক্লাবের আয়োজনে হেফাজতে ইসলাম, পাকিস্তানের দোসর, জামাত, শিবির, আলবদর, আলশামসহ বিএনপি’র মত অশুভ শক্তির নৈরাজ্যকর তান্ডব প্রতিরোধ ও অপরাধীদের বিচারের দাবীতে প্রায় ঘণ্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, লালমনিরহাট প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য তন্ময় আহমেদ নয়ন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আদিতমারী উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার আজিজুল হক, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট সদর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার আবু বক্কর সিদ্দিক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা কমান্ডের সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন আহম্মেদ প্রমুখ। এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড লালমনিরহাট জেলা শাখার আহবায়ক নওয়াজেস আহমেদ বাপ্পী, সদস্য সচিব সৈয়দ শামীম আহমেদ, লালমনিরহাট প্রেসক্লাবের সভাপতি মোফাখখারুল ইসলাম মজনু, সাধারণ সম্পাদক আশিকুর রহমান ডিফেন্স, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, বাংলা পত্রিকা প্রতিনিধি হাসান আলীসহ বীরমুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা কমান্ডের সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com