শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন




বীরগঞ্জে তুচ্ছ ঘটনায় মারপিটে আহতের পরিবার পাল্টা অভিযোগের বিপাকে

বীরগঞ্জে তুচ্ছ ঘটনায় মারপিটে আহতের পরিবার পাল্টা অভিযোগের বিপাকে

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের কল্যানীহাটে তুচ্ছ ঘটনায় মারপিটে গুরুতর আহত দাঁড়িয়াপুর গ্রামের মো. মমিনুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৩) অভিযোগে জানান, গত ২৯, মার্চ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় কল্যানী বাজারের জনৈক দিনার এর মুদির দোকানের সামনে দেখা পেয়ে পূর্ব বিরোধের জের ধরে পথরোধ পূর্বক তাকে একই গ্রামের মোঃ আজগর আলীর ছেলে নুর জামান (৩৫), তরিকুল ইসলাম (৪৮), মৃত. আঃ রহিমের ছেলে হাফিজুল (৪৮), সম্ভুগাঁও গ্রামের মৃত. নাসিরের ছেলে শাহীনুর (৪২) সংঘবদ্ধ হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এক পর্যায়ে কাঠ ও বাঁশের লাঠি দিয়ে মিজানুরের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পকেটে থাকা ব্যবসায়ীক টাকা ছিনিয়ে নেয় এবং শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে। এসময় নিজেকে রক্ষার্থে ডাকচিৎকারে আঃ রশিদ, সহিদ, আঃ রাজ্জাক সহ অনেকে এগিয়ে এসে তার প্রান রক্ষা করলে সন্ত্রাসীরা প্রকাশ্যে প্রাননাশ সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদশর্ন করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় রাত প্রায় ১১টায় জখমি আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে এবং চিকিৎসাধীন থাকা অবস্থায় পিতার মাধ্যমে বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। উল্লেখিত অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদ শেষে ফিরে গেলে রাগান্বিত হয়ে স্থানীয় একটি কুচক্রী মহলের যোগসাজসে সংঘবদ্ধ হয়ে ৩০ মার্চ সন্ধ্যা রাতে একটি মিথ্যা নাটকীয় ঘটনা সাজিয়ে থানায় উল্টো বানোয়াট অভিযোগ দাখিল করে এবং আহত মিজানুরের পরিবারের সদস্যদের ফাঁসিয়ে ও স্থানীয় সুনামধন্য চেয়ারম্যান এম,এ খালেক সরকারকে জড়িয়ে ফেসবুক, বিভিন্ন সামাজিক মিডিয়া, পত্রিকার মাধ্যমে মিথ্যা, কাল্পনিক অপ্রচার চালিয়ে যাচ্ছে যা আদৌ সত্য নয়। তাই পাল্টা অভিযোগ আর অপপ্রচারের চরম বিপাকে পড়েছে আহত মিজানুরের পরিবার ও তার নিকটতম আত্মীয়-স্বজনেরা। এ ব্যাপারে নিজপাড়া ইউপি চেয়ারম্যান এম, এ খালেক সরকার সাংবাদিকদের জানান, তিনি অত্র ইউনিয়নের একাধারে ২ বারের সফল চেয়ারম্যান হিসেবে নিষ্টার সাথে পরিষদের কার্য্য পরিচালনা করছেন। দুই দুই বারের বিভাগীয় শ্রেষ্ঠ নির্বাচিত ক্রেষ্ট প্রাপ্ত ইউনিয়ন পরিষদের এই চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, ইউপি নির্বাচনকে ঘিরে প্রতিহিংসা পরায়ন বশত স্থানীয় একটি কুচক্রী মহলের সাথে হাত মিলিয়ে মুষ্টিমেয় ২/১ জন সাংবাদিকের মাধ্যমে সামাজিক ভাবে মানসম্মান হেয়প্রতিপন্ন করতে বিভিন্ন ধরনের মিথ্যা, ভিত্তিহীন, কাল্পনিক ও অকথ্য ভাষায় অপপ্রচারে লিপ্ত হয়েছে। তাই এ ধরনের মিথ্যা অপপ্রচারকারী দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করতে আদালতের স্মরণাপন্ন হবেন বলেও জানান তিনি। বীরগঞ্জ থানা সুত্রে জানা যায়, উল্লেখিত বিষয়ে উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত চালিয়ে যাচ্ছেন ও তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে সরেজমিন প্রতিবেদন করতে কল্যানী হাট পৌঁছালে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেরই সাথে কথা বলা হলে মারপিটের ঘটনায় মিজানুরের আহত হওয়ার বিষয়টি সমন্ধে জানলেও ইউনিয়ন আওয়ামীলীগ অফিস ভাঙ্গচুরের বিষয়কে নাটকিয় বলে আখ্যায়িত করে এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন সন্ধ্যারাতে স্থানীয় বুলু মাস্টার ও কুদ্দুস দলীয় অফিসের তালা খুলে প্রবেশ করে দরজা লাগিয়ে দিলে ভিতর হতে কিছু ভাঙ্গচুরের বিকট শব্দ পাওয়া যায় এবং খানিকপরে অফিসে পুনরায় তালা লাগিয়ে তাদেরকে চলে যেতে দেখা যায়। তবে প্রচারিত পত্রিকার সংবাদের সাথে বাস্তবতার কোন মিল নেই বলেও তাদের মতামত ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com