শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
রংপুরের হারাগাছে ৩ টি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। বৃহস্পতিবার বিকেল হারাগাছ সাহিত্য পরিষদের আয়োজনে হারাগাছ হাইস্কুল হলরুমে কবি দিলগীর আলম-এর ‘প্রজাপতি মন’, কবি মাসুম মোরশেদ এর ‘বসন্ত বাও’ এবং মুয়াখ্যিরা খানুম স্বপ্না’র ‘অভিমানে অনুভবে’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারাগাছ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, বিশেষ অতিথি ছিলেন কবি ও শিক্ষাবিদ ড. শাহ সুলতান তালুকদার, অভিযাত্রিক সাধারণ সম্পাদক ছড়াকার ও সংগঠক সাঈদ সাহেদুল ইসলাম, মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন, শ্রমিক নেতা নুরুল আমিন বিএসসি, হারাগাছ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম। সভাপতিত্ব করেন কবি ও ইতিহাস আবুল কাশেম মাষ্টার।