শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:০১ অপরাহ্ন




রংপুর সদরের ১২ জন শিক্ষার্থী পেল আশরাফ চৌধুরী-জরিনা খাতুন ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি

রংপুর সদরের ১২ জন শিক্ষার্থী পেল আশরাফ চৌধুরী-জরিনা খাতুন ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি

স্টাফ রিপোর্টার :
সদর উপজেলার ৫টি ইউনিয়নের ১২জন মেধাবী শিক্ষার্থী আশরাফ চৌধুরী-জরিনা খাতুন ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি পেয়েছে। শুক্রবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে চন্দনপাট ইউনিয়নের লাহরীরহাট এলাকার সাহাবাজপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের হাতে নগদ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। সাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফ চৌধুরী-জরিনা খাতুন ফাউন্ডেশনের পরিচালক আফজাল হোসেন চৌধুরী, আশরাফ চৌধুরী-জরিনা খাতুন ফাউন্ডেশনের সচিব দেবাশীষ সরকার, জুয়েল আহমেদ, রফিকুল ইসলাম শোভন, লেবু মিয়া, বাবর আলী ও আব্দুল হালিম প্রমুখ।
উল্লেখ্য যে, আশরাফ চৌধুরী ও জরিনা খাতুন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্ঠা মন্ডলীর সদস্য, রংপুর উন্নয়নের নেপথ্যের কারিগর চৌধুরী খালেকুজ্জামানের পিতা ও মাতা। পিতা মাতার স্মৃতিকে অমর করে রাখবার জন্য প্রতি বছর সদর উপজেলার ৫টি ইউনিয়নের ১২জন মেধাবী
শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে নগদ শিক্ষা বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। এটি প্রথম বছর।
বিশেষ অতিথির বক্তব্যে আশরাফ চৌধুরী-জরিনা খাতুন ফাউন্ডেশনের পরিচালক আফজাল হোসেন চৌধুরী বলেন, তোমরা যারা এই শিক্ষা বৃত্তি
পেলে তোমাদের জন্য শুভ কামনা। তোমরা উজ্জল শিক্ষা জীবনের দিকে এগিয়ে যাও এ কামনা করি। শিক্ষা বৃত্তির আবেদন আহবান করা হলে অনেক আবেদন আমরা পেয়েছিলাম। আমার বড় ভাই চৌধুরী খালেকুজ্জামান নিজে যাচাই বাছাই করে মেধাবী ও স্বল্প আয়ের পরিবারগুলোর
শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তির জন্য নির্বাচিত করেছেন। আগামীতে এই শিক্ষা বৃত্তির পরিমান ও সংখ্যা বৃদ্ধি করা হবে। তোমরা দোয়া করো। শিক্ষা বৃত্তি প্রাপ্তরা হলেন, মমিনপুর ইউনিয়নের খারুয়াবাধা উচ্চ বিদ্যালয়ের মুন্নিসা খাতুন, কবি দিলরুবা শাহাদাৎ সেন্টারের হাট উচ্চ বিদ্যালয়ের রাবেয়া খাতুন, মমিনপুর স্কুল ও কলেজের তানজিনা আক্তার তিন্নি, ফারহানা আক্তার, খলেয়া গঞ্জিপুর স্কুল ও কলেজের জেসমিন আক্তার, পাগলাপীর স্কুল ও কলেজের সাদিয়া আক্তার ও শ্রাবনী রানী রায়, চন্দনপাট উচ্চ বিদ্যালয়ের সুরাইয়া আকতার আইভি, শ্যামপুর উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়ের
হিজবুন্নাহার, সদ্যপুস্করিনী ইউনিয়নের জানকি ধাপের হাট উচ্চ বিদ্যালয়ের সুরভী আক্তার ও পালিচড়া এমএন উচ্চ বিদ্যালয়ের আসমানী আক্তার।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com