শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন




এক মাস পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি

এক মাস পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি

হিলি প্রতিনিধি :
এক মাস বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ভারত থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়।
ব্যবসায়ী সানোয়ার হোসেন জানান, ভারত সরকার জানুয়ারী মাসে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়ার পর পেঁয়াজ আমদানি করে বড় ধরনের লোকসান গুনতে হয়েছে তাদের। লোকসানের কারনে বন্ধ হয়ে যায় পেঁয়াজ আমদানি। দেশের বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় আবারো পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। পেঁয়াজ গুলোর দাম ভালো পেলে বেশি পরিমানে পেঁয়াজ আমদানি করা হবে।
আমাদানিকৃত পেয়াজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়ে থাকে। প্রতিকেজি পেয়াজ ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
হিলি কাষ্টমসের তথ্যমতে, এক মাস পর গতকাল বৃহস্পতিবার ভারতীয় একটি ট্রাকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com