শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন




রংপুরে সেফ সার্জারি বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

রংপুরে সেফ সার্জারি বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
“আমাদের অঙ্গীকার, নিরাপদ অস্ত্রপচার” ¯েøাগানকে সামনে রেখে রংপুরে অনুষ্ঠিত হল “সেফ সার্জারি” বিষয়ক দিনব্যাপী কর্মশালা। ল্যাম্ব হাসপাতাল ফিস্টুলা প্রোগ্রাম ও মামস্ ইন্সটিটিউটের যৌথ উদ্যোগে স্বাস্থ্য অধিদপ্তর রংপুর বিভাগের আয়োজনে ও উইমেনস্ হোপ ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার আরডিআরএস এর বেগম রোকেয়া অডিটোরিয়ামে এ কর্মশালায় রংপুরের সরকারি-বেসরকারি হাসপাতালে কমরত অবস্ এন্ড গাইনি বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ সার্জন ও মেডিকেল অফিসারগণ অংশগ্রহন করেন।
সেমিনারে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা। প্রতিপাদ্য বিষয়ে ভার্চুয়ালী যুক্ত হয়ে মূল আলোচনা করেন একুশে পদক বিজয়ী মামস্ ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডাঃ সায়েবা আকতার।
স্বাস্থ্য বিভাগ রংপুর বিভাগীয় পরিচালক ডাঃ আহাদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওজিএসবি সভাপতি অধ্যাপক ডাঃ সামিনা চৌধুরী, স্বাস্থ্য বিভাগ রংপুরের উপ-পরিচালক ডাঃ আবু মোঃ জাকিরুল ইসলাম, স্বাস্থ্য বিভাগ রংপুরের সহকারী পরিচালক ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী, রংপুরের সিভিল সার্জন হিরম্ব কুমার রায়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ রেজাউল করিম, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আব্দুল মোকাদ্দেম, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অবস্ এন্ড গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ কামরুন নাহার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ল্যাম্ব হাসপাতালের উপ-পরিচালক ডাঃ বেয়াট্রিস আমবুওয়ান বারজার, ল্যাম্বের কমিউনিটি হেলথ এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের উপ-পরিচালক বাপন মানকিন, প্রোগ্রাম ম্যানেজার শিলাস বাস্কে।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com